সে

আলো যেন কমিতেছে— বিস্ময় যেতেছে নিভে আরও
আকাশ তেমন নীল? আকাশ তেমন নীল নয়
মেয়েমানুষের চোখে নাই যেন তেমন বিস্ময়
মাছরাঙা শিশুদের পাখি আজ; শিশুরাও কারও
রেশমি-চুলের শিশু নয় আজ; ভাবিতে কি পার
প্রেমে সেই রঙ আছে? আঘাতে রয়েছে সেই ভয়?
কুয়াশায় সেই শীত? কে সাজায়, কে করে সঞ্চয়
আজ আর! জীবন তবুও যেন হয়েছে প্রগাঢ়

নতুন সৌন্দর্য্য এক দেখিয়াছি— সকল অতীত
ঝেড়ে ফেলে— নতুন বসন্ত এক এসেছে জীবনে
শালিখেরা কাঁপিতেছে মাঠে-মাঠে— সেইখানে শীত
শীত শুধু— তবুও আমার বুকে হৃদয়ের বনে
কখন অঘ্রান-রাত শেষ হ’ল— পৌষ গেল চ’লে
যাহারে পাই নি রোমে বেবিলনে— (কাঞ্চী বিদিশায়) সে এসেছে ব’লে।

উত্তরসূরি। পৌষ ১৩৬৩

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা