মনকে আমি নিজে

এই জীবনের ছকে-কাটা খেলার ঘরে এসে
হিসেব ক’রে তোমায় ভালোবেসে
আমি যদি জয়ী হতাম— আলো পেতাম না তো।
ভালোবাসার অকূল সাগর বটের পাতায় ভেসে
পাড়ি দিতে চেয়েছি আমি তোমাকে ভালোবেসে।

তোমায় ভালোবেসেছি ব’লে ঋণ
অথবা চুরি ক’রে আমি এই জীবনের দিন
পেয়েছি,— চোর ভালোবাসার ধর্মে জ্ঞানী ব’লে
মরণ-নদী মুছে জীবন-নদীর পটভূমি
জেনেছে এই নিখিলে শুধু রয়েছ একা তুমি।

যদি এমন চ’লে যাবে তবে
কালের মহাসাগর হ’য়ে রবে
আমার হাতের জলের অঞ্জলি—
মন ছাড়া কেউ বোঝে না তাই মনকে আমি বলি।

কবিতা। আশ্বিন ১৩৬৬

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা