এসো

এসো— (এসো— এসো) আমার কাছে তোমার আসা
না হ’লে মরে যাবে না ভালোবাসা;
মানুষ শুধু চায়
কখনও নীল আকাশকে কি পায়
কোনোদিনের কোনো পথের শেষে।
পাখির পালক বটের পাতা হতেছে মলিন;
কোথায় তুমি রয়েছ এতো দিন?
সময় তোমার আমার হাতে বুঝি
দেবে না আর যতই আমি খুঁজি
জলের মতন জলের খোঁজে ভেসে।

মন তবুও না হার মেনে চলে
নদীর জলে— পদ্মপাতার জলে
নিজেকে ঢেলে সাজিয়ে দিয়ে মন
সাত সাগরে ঘুরছে আজীবন
খুঁজছে আবার পদ্মপাতার এসে৷

উত্তরসূরি। পৌষ ১৩৬৭

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা