এখন ওরা

এখন ওরা ভোরের বেলা সবুজ ঘাসের মাঠে
হো হো ক’রে হাসে— হো হো হি হি করে,
অসংখ্যকাল ভোর এসেছে— আজকে তবু ভোরে
সময় যেন ঘোড়ার মতো নিজের খুরের নাল
হারিয়ে ফেলে চমকে গিয়ে অনন্ত সকাল
হয়ে এখন বিভোর হয়ে আছে;
মাঠের শেষে ঐ ছেলেটি রোদে
শুয়ে আছে ঐ মেয়েটির কাছে।

অনেক রাজার শাসন ভেঙ্গে গেছে;
অনেক নদীর বদলে গেছে গতি;
আবহমান কালের থেকে পুরুষ-এয়োতি
এই পৃথিবীর তুলোর দণ্ডে সোনা
সবার চেয়ে দামি ভেবে সুখের সাধনা
নষ্ট করে গিয়েছে তবু লোভে;
ওরা দু’ জন ভালোবাসে অনন্ত ভোর ভ’রে
এ-ছাড়া আজ সকল সূর্য ডোবে।

পূর্বপত্র। ভাদ্র ১৩৬৭

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা