রশ্মি এসে পড়ে

রশ্মি এসে পড়ে— ভোর হয়,
বেঁজে ওঠে পাপীতাপীদের গালাগালি;
চারিদিকে মানুষের মৃত্যু হয় মাছির মতন;
মনে হয় অন্তরীক্ষে সৃষ্টির মরালী
হ’য়ে যেতে— তুমি যদি সে রকম আশ্বাসের দেশে

র’য়ে যেতে; কিন্তু তুমি আমি
আজকের চেতনার ইতিহাসবহনের পথে
রক্তাক্ত নদীর অনুগামী
নদীর ভেতরে অন্য স্বচ্ছতার যে-অনুশীলন
মাঝে-মাঝে দেখেছি তা ইতিহাসে প্রেমিকের মন।

শতভিষা। শরৎ ১৩৫৯

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা