এইখানে জলের ভিতরে

এইখানে জলের ভিতরে
যেন মৃত বালিকার মুখ ম্লান করে
ঢিল মেরে নিথর সলিল
ছিঁড়ে ফেলি— স্তব্ধ হয় দহন

বনের ছায়ারা আসে ফিরে
যেন রৌদ্র ধর্ষিবে তিমিরে
ফিরে আসে শকুনের ভিড়
যেন এক বৌদ্ধ স্থবির

যেন বিকেলের জল প্যাগোডার মতো
পৃথিবীর মুদ্রাদোষে কবিরা আহত।
ব্যাঘ্র এলে হরিণের নেই কোনও ত্রাস
এইখানে, ছবির ভিতর থেকে নেমে রাজহাঁস
সমীচীন কুরু রমণীর মতো ঘাড় করে নিচু
ছায়া আর মেধা ছাড়া চায় না ক’ কিছু।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা