বিস্ময়ে সূর্যকে চেয়ে দেখেছিল

বিস্ময়ে সূর্যকে চেয়ে দেখেছিল প্রথম মানব।
আরণির অগ্নিকে— সমুদ্রের তীরে;
স্ফটিকের গর্ভে চেয়ে দেখেছিল নিট শতাব্দীরে।
যদিও বিষয়ী ক্রমে হয়ে এল গার্গী, শার্ঙ্গরব
হয়তো সূর্য ক্রমে শীত হয়ে আসিতেছে ব’লে
নদীর ভিতর থেকে আমরাও কাঁচপাত্রে তুলে নেই জল
মনে হয় প্রতিবিম্ব যদি হয় এমন উজ্জ্বল
সারসের স্মরণীয় বড়ো এক আমোদ তা হলে
সূর্যের নিজের রূপ। প্রবল সমুদ্র ঘিরে সার্থবাহ জাহাজেরা সব
অমল ফেনার শীর্ষে সারা-দিন বিবেচনাধীন হয়ে ঘুরে
সূর্যকে টেনে আনে— পণ্ড হয়ে— রাত্রির দুপুরে
কেটেছে অনেক যুগ তোমার মৃত্যুর পরে, শার্ঙ্গরব।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা