মানুষের সমবায় ছেড়ে আমি

মানুষের সমবায় ছেড়ে আমি একটি ভিখিরি
এই বার ভিখিরির সমবায় ছেড়ে
সাবান গরম জলে স্নান ক’রে নিয়ে
কুকুরের মতো সব ঝেড়ে
পরিচ্ছন্ন হয়ে নেব রাতের বাতাসে
মানুষ অনেক দিন বেঁচে থেকে চিরুনি বুলোতে ভালোবাসে।

পৃথিবীতে ঢের দিন বেঁচে থেকে ধূসর বাতাসে
পেয়ে গেছি আমি এক ধারা
ভোলা ভুলু কালি ব’লে শিস দিয়ে গেলে
নিমেষেই নেমে আসে তারা
‘চারি-দিকে বালি আর কালি ঘেরা’, বলে তারা, ‘রক্ত ও কাদা’
নোংরা নিকায়ে তবু ভিখিরির কালো চুল হয়ে ওঠে স্বর্গীয় সাদা।

সময়ের ফাঁদে ধরা প’ড়ে গিয়ে অনেক বাঁদর
নিমেষে সম্রাট হয়ে পুনরায় হয়ে গেছে বাঁদর, বিড়াল
কালো চুলে— কাঁচা-পাকা চুলে— সাদা চুলে তবু চিরুনি বুলায়ে
ভিখিরি বজায় রেখে গেছে তার চাল
কেন-না লোকের মুখে শুনি
হয়তো আরশি আছে ভিখিরির, কোনও দিন ছিল না চিরুনি।

মানুষের সমবায় ছেড়ে আমি একটি ভিখিরি
এই বার ভিখিরির সমবায় ছেড়ে
সাবান গরম জলে স্নান ক’রে নিয়ে
কুকুরদের মতো সব ঝেড়ে
পরিচ্ছনন্ন হয়ে নেব রাতের বাতাসে
মানুষ অনেক দিন বেঁচে থেকে চিরুনি বুলোতে ভালোবাসে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা