সেখানে তিনটি হাঁস

সেখানে তিনটি হাঁস সারা-দিন খেলা করে জলে
তবুও অপর এক হাঁস কারু কাছে নাই ব’লে
যদিও বালুর ঘড়ি সারা-দিন বেজে যায় রোদে
তবুও জলের ‘পরে রৌদ্র শেষ হলে
তিনটি নারীর মতো তিন জন হাঁস
নীরবে উঁচায়ে গলা স্থির হয় ছায়ার পিছনে
এ-রকম স্থিরতার ছবি দেখে বাদামি শেয়াল
কী যেন কী কথা ভেবে ডুবে যায় বনে
রোদের সোনার রেখা পুকুরের কোণ থেকে উঠে
লেগে আছে দু’ মুহূর্ত গৃহিণীর গমের জাঁতায়
অনেক ধূসর গম চাঁদের আলোয়— শান্তি— প্রেম—
হৃদয়ে চারটি হাঁস পরস্পর তিন হয়ে যায়।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা