হৃদয় প্রথম দিন
হৃদয় প্রথম দিন— তবুও অনেক দিন দেখে গেল (এই শীত) সিন্ধুর কিনারা
সব প্রতিভাত জল— দিনের বেলায় চোখ যত দূর যায়
রাত্রির রঙের মতো কালো— ভোরের ভিতরে পুনরায়
সে-রকম— সেইখানে আমি আর জ্ঞাতকুলশীল এক কালো মেঘ ছাড়া
আরও কেউ-কেউ ছিল— অথচ তাদের পরিচয়
পাহাড়ের গায়ে কালো পাথরের
গাধা ও মনীষীদের হুবহু মুখের মতো হিম মনে হয়
পৃথিবীর পরিমাপে গুনে নিলে তিন বার তিন মাইল জল
আমাদের এই দিকে— তিন বার তিন মাইল মাটি
আমাদের অই পাশে— তবুও আর-এক চিহ্ন— আরও বেশি খাঁটি
মৃত রমণীর সাদা কাপড়ের মতো অবিকল
পাহাড়ে— ডাইনি-ঘরে প’ড়ে আছে সূর্যের নিকটে
সেখানে কী ক’রে কেউ যেতে পারে তবে
(আমাদের জন্ম-মৃত্যু এ-রকম হিম পৃষ্ঠপটে)
ভেবে প্লেটো ম’রেও জুয়াতে পারে নি কিছু ঘটে।
Comments
Post a Comment