দেশ কাল সন্ততি

কোথাও পাবে না শান্তি— যাবে তুমি এক দেশ থেকে দূরদেশে?
এ-মাঠ পুরোনো লাগে— দেয়ালে নোনার গন্ধ— পায়রা শালিখ সব চেনা?
এক ছাদ ছেড়ে দিয়ে অন্য সূর্যে যায় তারা— লক্ষ্যের উদ্দেশে
তবুও অশোকস্তম্ভ কোনও দিকে সান্ত্বনা দেবে না।

কেন লোভে উদ্‌যাপনা? মুখ ম্লান— চোখে তবু উত্তেজনা সাধ?
জীবনের ধার্য বেদনার থেকে এ-নিয়মে নির্মুক্তি কোথায়।
ফড়িং অনেক দূরে উড়ে যায় রোদে ঘাসে— তবু তার কামনা অবাধ
অসীম ফড়িংটিকে খুঁজে পাবে প্রকৃতির গোলকধাঁধায়?

ছেলেটির হাতে বন্দী প্রজাপতি শিশুসূর্যের মতো হাসে;
তবু তার দিন শেষ হয়ে গেল; একদিন হ’ত-ই তো, যেন এই সব
বিদ্যুতের মতো মৃদু ক্ষুদ্র প্রাণ জানে তার; যত বার হৃদয়ের গভীর প্রয়াসে
বাঁধা ছিঁড়ে যেতে চায়— পরিচিত নিরাশায় তত বার হয় সে নীরব।

অলঙ্ঘ্য অন্তঃশীল অন্ধকার ঘিরে আছে সব;
জানে তাহা কীটেরাও, পতঙ্গেরা, শান্ত শিব পাখির ছানাও;
বনহংসীশিশু শূন্যে চোখ মেলে দিয়ে অবাস্তব
স্বস্তি চায়;— হে সৃষ্টির বনহংসী, কী অমৃত চাও?

যুগান্তর। শারদীয় ১৩৫৭

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা