আবছায়া
ভোরের বেলায় আজ একটি কঠিন অবসাদ
বিকেল বেলায়ও আজ একটি কঠিন
বিষণ্ণতা লেগে আছে পৃথিবীর বুকে।
একটি কৃষাণ এসে দুয়ে-দুয়ে যোগ ক’রে তিন
লিখে যায় সারা-দিন মাঠের ভিতরে।
কোথাও ফলন নেই তার।
ঠাণ্ডা কঙ্কালের কাছে সারা-রাত গুঁড়িসুড়ি মেরে শুয়ে থাকে;
কিছুই করে না অস্বীকার।
নিমীল জলের ঢেউয়ে নদী চ’লে যায়।
জল ছাড়া কিছু নেই তার।
কখন সকাল বেলা বিকেল হয়েছে
আমাদের চেনা শতাব্দীও চ’লে গেছে।
চলেছে সে জলপায়রার নীড় খুঁজে।
নদীর কিনারে
বাদামী মাটির ‘পরে ঝ’রে পড়ে পাতা।
এই সব সাদা সাধারণ বিশ্বস্ততা।
আমারও আঙুলে প’ড়ে থেমে থাকে— যত দিন আছে—
একটি হলুদ পাতা— নিকটের গাছে
কোথাও কোকিল হিম শূন্যতার পানে গান গায়,
পাখিটির ভয়াবহ একাগ্রতার তুলনায়
কেবলই সময়ান্তর এসে পড়ে সভ্য পৃথিবীতে;
বার-বার অপরাহ্নের মৃত্যু হয়।
জানে না কী বস্তু নিয়ে তৃপ্ত হ’তে হবে
পুরাতন খসড়ায়— অথবা বিপ্লবে।
Comments
Post a Comment