সমস্ত দিনের মাঝে

সমস্ত দিনের মাঝে লুকায়ে রয়েছে যেন অসীম সময়…
সমস্ত রাত্রির মাঝে অনন্ত মৃত্যুর স্বাদ
পাই নি কি?— করবী’র রৌদ্রে যেন হাত লেগে রয়
প্রেমিকের; মরণের স্বাদ আনে জামরুল-বনে নীল দশমীর চাঁদ

পেয়েছি আমার হাতে অসীম সময়:
আমার সমস্ত সাধ হৃদয়ে গড়েছে বেবিলন
যখন বলেছে নারী, ‘এ-প্রেম তোমার তরে নয়-‘
দেখেছি বুদ্ধের হাত অগুরুর আলো নির্বাপণ

করিতেছে; জাবাল বলিতে আছে: ব্রহ্মের আস্বাদ
এই বার লাভ করো হে উজ্জ্বল মন,
এক দিন এক রাত্রি এমনই অগাধ
গড়েছি ভেঙেছি বেবিলন

সমস্ত দিনের মাঝে লুকায়ে রয়েছে যেন অসীম সময়…
সমস্ত রাত্রির মাঝে অনন্ত মৃত্যুর আস্বাদ
করবী’র রৌদ্রে যেন হাত লেগে রয়
প্রেমিকের; মরণের স্বাদ আনে জামরুল-বনে নীল দশমীর চাঁদ—

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা