কথার বাতাস নিয়ে
কথার বাতাস নিয়ে আলো অন্ধকার পথে চ’লে
আমরা অন্তঃসার এক বার— দুই বার ভুলে যাই ব’লে
ভুলে থাকি ঢের দিন— যে-জিনিস দেখেছি, তবুও
আবার দেখি না ব’লে দিয়ে যাই দুয়ো
দিয়ে যেতে কুয়াশায় কেটে তার অন্তরঙ্গতাকে।
প্রান্তরের উঁচু গাছে আরও স্থিরতর পাখি থাকে:
যদিও সুধীর বন সব-চেয়ে স্থির ব’লে মনে হয়েছে নিবিড়—
আমাদের পৃথিবীর মাটি জল রক্তের দাহক-পার্টির—
জেনে তারা এই— সেই প্রেমিকের প্রাণের ভিতর
নদীর জলের কাছে উলুঘাসে নিয়ে আসে— স্মৃতি
এই সব সাদা পাখি এমনই নির্জন ভাবে কৃতী
যে-সব জিনিস, মূল্য ভুলে গেছে আজ এই পৃথিবীর জীব
ভুলে গিয়ে হয়ে গেছে কঙ্কালের মতন সজীব
পাথরে নদীর জলে ফিরে এসে মুছে ফেলে দিলে পরে হয়তো-বা দিয়ে যেত
কিছুই না ক’রে তবু যেই সব দিতেছে গভীর অর্থবোধ।
Comments
Post a Comment