সহসা ঝড়ের দিনে / গরিমা

সহসা ঝড়ের দিনে লুণ্ঠনের ঊর্ধ্বে উঠে চিল
আমারই এ-হৃদয়ের মতো
হয়তো-বা নীলিমাকে চায়
তবুও দৈত্যের কাছে প্রেমিকেরা হবে পরাহত
পরিহাস ক’রে যায় বিরক্ত নিখিল?

কখন সে প’ড়ে গেছে আমাদের পায়ের নিকটে
সোনালি প্রবীণ এক পাখি
জীবনকে বিক্ষোভের মতো বড়ো মনে করেছিল
তবু আজ আকাশের মতো আরও বৃহৎ— একাকী
মৃত; মৃত্যু; প্রিয় আজ আমি তার হাতে আঁকা পটে।

চারি-দিকে অবিকল বিকেলের রাঙা সূর্য জ্বলে
সমস্ত জলের সুর আপনার কান পেতে প্রবাহিত হয়
আমার হৃদয়ে সেই সুশৃঙ্খলা হতেছে গ্রথিত
যখন মহিলা, মৃত্যু, জীবনকে একই বিদ্যুতের মতো মনে হয়।
অথবা গরিমা ব’লে মনে হয় সময়ের উৎসাহবশত—
ব’লে যায় আকাশের বিঘূর্ণিত নক্ষত্রনিচয়।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা