ঘুমন্ত এক রাজকন্যা

যেখানে ঘুমন্ত এক রাজকন্যা শুয়ে আছে পাহাড়ের নিচে
কোনও এক পরিত্যক্ত প্রাসাদের কর্নিশের ঘ্রাণে
সেইখানে দু’-চারটা ভ্যাম্পায়ার বাদুড় ঝুলিছে
বিকেলের পোড়ো রৌদ্রে— হয়তো-বা রাজকন্যা ছিল তবু তারা
কবরের থেকে উঠে আজ তারা রক্তের টানে
পিপাসার তৃপ্তি চায়— জানিতে চায় না আর জীবনের মানে

সেইখানে গোল রৌদ্র বাতাবি’র জানালায় আছে চির-দিন
মেঘের পিছনে সূর্য ঘেঁষে আছে: তুরস্ক-মাণিক
সিন্ধুর যাত্রীরা ভাবে সূর্য ঐ এক্যুয়ামেরিন
তবু তারা চ’লে যায় দূরতর অন্ধকারে— নক্ষত্রের দেশে
মাস্তুলের পীঠ ঘেঁষে ভাবে সূর্য গোমেদ-মণির মতো ঠিক
কোথাও হলুদ দেশে—
মানুষের জীবনের অর্থও বিড়ালাক্ষ-আলোকের মতন অলীক।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা