যখন বিজন ট্রেন অন্ধকারে চলে
যখন বিজন ট্রেন অন্ধকারে চলে
আমিও তাহার সাথে চলি কেন? কেন আমি পিছে ফেলে যাই
তোমাদের! এই ট্রেন— এই রাত— এই হিম— এ কি আমি চাই!
অন্ধকারে জোনাকিও কী যে খোঁজে— পিছে-পিছে আসে
তবুও যে রয়ে গেছে আমাদের নদীটির পাশে
এর বেশি ভোলে না সে; তা হলে কী ক’রে
আবার সে ফিরে যাবে নীলে
নীড় চাই; তাই এক ক্লান্তি ব্যথা ভয়
ইহাদের বাধা দেয়— আমার হৃদয়
জোনাকির চেয়ে ঢের বেশি জানে— তাই
নক্ষত্র— নীড়, তোমাদের পিছে ফেলে যাই।
Comments
Post a Comment