কোথাও প্রাসাদ এক

কোথাও প্রাসাদ এক দূরীভূত হয়ে থাকে নদীর কিনারে
তবু তার খিলানের গায়ে এসে তরঙ্গের আলো
লেগে গেলে বলি আমি প্রান্তরের কান ঘেঁষে সমুদ্রের থেকে
এই হাসি এসেছিল— পৃথিবীতে আর সব গোলকধাঁধায়
হেঁটে যাওয়া— কালো বিড়ালের মতো নয় বার ম’রে
জেগে ওঠা নয় বার— কথাদের কবেকার কোন ভালোবাসা
কেবল কী এক দীপ্তি রেখে গেছে সাধারণ লোকসান, লোষ্ট্রের ভিতরে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা