মনে হয় প্রান্তর

মনে হয় প্রান্তর উঠিবে ভ’রে মধ্যন্দিন গানে
যারা শন কাটে— স্বর্ণ জীবাণু রঙের— সেই সব চাষীদের;—
শঙ্খচিল ভ’রে দেবে আকাশকে সাদা গলা— ধূসর রঙের তলপেটে
সহসা ঘুমের থেকে উঠে আমি এই সব আশ্চর্য দানব
সময়কে কপিত্থের মতো গিলে কোলাহলে ফিরিতেছে— সভয়ে করিব অনুভব।

প্রবীণ, জানো না কি শেষ হস্তী ম’রে গেছে শুণ্ডকান্তি দ্বীপে
বয়স্কার চিরুনির দাঁতের ভিতরে
মাঝে-মাঝে পুরোহিত চেয়ে দেখে এমনই দুপুরবেলা
অনেক প্রেতাত্মা যেন আসিতেছে জাহাজের দোলনায় চ’ড়ে
নকুল ঘরামি আর শঙ্খচিল: তারাও কড়ির মতো দাঁড়ায়ে রয়েছে করজোড়ে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা