মনে পড়ে ছোটবেলা
মনে পড়ে ছোটবেলা কোনও এক অন্ধকার নদীর ভিতরে আমি হাত রেখে
জলের প্রবাহ বোধ ক’রে ছিলাম নীরব হয়ে বহু ক্ষণ
(হোয়াংহো কি সেই নদী?)
আজ তারে আমি মৃত্যু ব’লে বুঝিতেছি—
এইখানে পাহাড়ের পাশে— উঁচু এক হরিতকী-পল্লবের থেকে
আমার নিজের প্রেত আমার মুমূর্ষু এই শরীরের পাশে এসে দাঁড়ায়েছে—
চুপ, প্রেত;— আমি আসিতেছি— এখুনি মিশিয়া যাব অনন্তের অন্ধকারে
আমি তার শব্দ শুনি: গভীর অস্পষ্ট নদী প্রবাহিত হয়ে চলিতেছে
সমস্ত শরীর যেন কানের পটহে এসে স্নিগ্ধ হল ক্ষণজীবী শঙ্খের মতন
তার পর নদী ভেসে যাবে—
গীতি শুনিবার কান
আমার কাঁধের ‘পরে বন্দুকের জ্যোৎস্নাকরোজ্জ্বল ইস্পাতের কাছে ভিক্ষা করে।
Comments
Post a Comment