কতবার চাঁদ ডুবে গেলে

কতবার চাঁদ ডুবে গেলে
কতবার সূর্য নিভে গেলে
অদ্ভুত বিস্ময় আমি পেয়ে গেছি অন্ধকারে
যেন এক পুরোডাশ চেয়ে দেখে আকাবাঁকা সিঁড়ি
উঁচু অস্পষ্ট প্রাকারে
মিশে গেছে; বাদাম-সঙ্কুল ভাঙা প্রাসাদের ঘ্রাণ পাওয়া যায়
কমলালেবুর মতো নক্ষত্রেরা ফলিতেছে— ঝরিতেছে সেই বনে
মিনারের শীর্ষ তার তবুও কোথায়?

জন্ম, মৃত্যু, ইতিহাস
মৈথুনের আরাধনা, পুরোডাশ, ঘাস
সমুদ্রের সাদা পাখি, নীলাভ সাগর
বিদ্যুতের বিভা! চোখে যাত্রা করে যুদ্ধ থেকে দূর যুদ্ধান্তর
মেধ, ক্লেদ করে তবু প’ড়ে থাকে ক্কাথের উপর
যে নারীর রক্ত থেকে জন্ম নিল অয়স্কান্ত, গোমেদ, প্রবাল
ইঞ্চি-ইঞ্চি ক’রে তবু একদিন প্রকট দেয়াল
যাহাদের চোখে সম্মুখীন
বন্দরের চাঙারিতে লাল, নীল, রৌদ্র, মৃত্যু, মীন
যেন এক পুরোডাশ চেয়ে দেখে আকাবাঁকা সিঁড়ি
উঁচু অস্পষ্ট প্রাকারে
মিশে গেছে; বাদাম-সঙ্কুল ভাঙা প্রাসাদের ঘ্রাণ পাওয়া যায়
কমলালেবুর মতো নক্ষত্রেরা ফলিতেছে— ঝরিতেছে সেই বনে
মিনারের শীর্ষ তার তবুও কোথায়?

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা