কথার বিস্তার জেনে

কথার বিস্তার জেনে বহু দিন— তার পর— স্তব্ধ হতে হয়
কেন-না এ-সব ভুল পুনরায় কথার প্রসারে
হয়তো হবে না শেষ— যদিও স্থিরতা
কোনও দিকে নেই আজ— গাধা ও মনীষী
নীল আকাশের নিচে ঘুরে এই সব
জানে— তবু— এ-রকম সংক্রামক মুহূর্তের থেকে
অব্যাহতি পেতে হলে মানুষের নিজের প্রতিভা
বুঝে নিতে হবে সব নির্ঘণ্টবিহীন
দিনের ভিতর থেকে দিনে উপনীত লোকদের;
নচেৎ রৌদ্রের রাগে অগ্নিময়,— টুপির দোকানে
এখনও অনেক টুপি— নিসর্গের হাতে
এখনও অনেক গোল, উপবৃত্তাকার গোল: গোলাকার চাঁদিনির মতো
উদ্ভাবন রয়ে গেছে— অবিকল মানুষের মাথা
দু’ দিকের দু’টো কানে পরিপুষ্ট। টুপির ভিতরে
স্নিগ্ধ হয়ে বেঁচে থেকে পুরস্কার চায় তার পর:
টুপির ভিতরে সবই জিতে র’বে— যদিও কোথাও
পরাজিত নেই কেউ— কোথাও উলঙ্গ মাথা নেই।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা