আজ রাতে প্রথমেই মনে পড়ে

আজ রাতে প্রথমেই মনে পড়ে সেই ন্যূব্জ যুবকের কথা
তাহার দেহকে আমি দেখেছি অনেক দিন
মেঝের উপর থেকে উঠে গিয়ে টেবিলের ‘পরে
ঝুঁকে আছে— মৃত এক বায়বীয় পৃথিবীর বাঁকা ধনুকের মতো
টেবিলে মোমের আলো তা হলে হয়তো কোনও মৃত পৃথিবীর
দীর্ঘ মহিলার আভা— যাহারে সে এক দিন সময়ের শঠ গ্রন্থি থেকে
জয় ক’রে নিয়েছিল— আপামর রাক্ষস মানুষ রাশিকে ফাঁকি দিয়ে।
রাক্ষসেরা ঘরে গেছে— দূরতর আকাশের ছ’টি নক্ষত্রের মাঝে
অন্তরীণ অন্ধকার হিমের মতন কবে;— তারও আগে মানুষেরা।
তবু সে-সবেরও আরও ঢের আগে— সেই যুবা নিজে
ম’রে গেছে;— ইহাদের মারণ-মন্ত্রে চুপে গ’লে গিয়ে
শ্বেতসার মোমের মতন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা