নীলাভ নির্জন শূন্যে

নীলাভ নির্জন শূন্যে আঙুলের ইশারা ঘুরায়ে
তৃতীয়ার ম্লান কলা চাঁদের সম্পূর্ণ বৃত্তরেখার উদ্দেশে
স্থির— আরও স্থিরতর হতে চেয়ে নিভে যায়
ঝিঁঝি ডেকেছিল কবে সেই প্রশ্ন হাওয়াকে শুধায়ে
ঘণ্টা বাজায়ে— ক্ষীণ করতালি দিয়ে ভাঁড়
চ’লে গেছে যেই দূর লুপ্ত পৃথিবীর
সেই গোল পুরানো সংগীত গেয়ে পৃথিবীর।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা