আমার দেহের ছায়া
আমার দেহের ছায়া ঘাসের উপর থেকে কোনও দিন যেন
ঢের মর্মান্তিক দূরে যায় না ক’— অথবা গেলেও
ঘাসের সদর্থ গুণে সে কখনও জীবনের থেকে
দূর নয়— অথবা আমার গতি যেন সারা-দিন হেয় বালুর ঘড়ির
শুষ্ক প্রতীতির থেকে সময়কে আহরণ ক’রে
চোখের সম্মুখে স্থির তিতিরকে অশ্বত্থের পাতা
তবুও বিবর্ণ পাতা মনে ক’রে চ’লে যেতে পারে।
Comments
Post a Comment