এইখানে জানালায়

এইখানে জানালায় মাঝে-মাঝে ঈষৎ ভূতের করাঘাত
হয়তো জানাতে চায় কিছু
তবুও বইয়ের পরে মানুষের মাথা
হয়ে আছে নিচু
জানে সে: কিছুই নয়— কেবল বাতাস
বাহিরে গোরুর মতো শান্ত মনে নেড়ে যায় ঘাস
মাঠের ফুলের ঠোঁটে মাঝে-মাঝে সম্পূর্ণ শিশির
কাউকে বসাতে চায় কাছে
গলার বোতাম খুলে মানুষটা ব’সে পড়ে বটে
সাধারণ ভদ্রতার বিনিময়ে— সময়ের ঘড়ি ভুলে— শিশির করে না অনুভব
শেখালেও হয়ে থাকে পাথরের মতন নীরব।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা