লক্ষ্য

এখানে অর্জুন ঝাউয়ে যদিও সন্ধ্যার চিল ফিরে আসে ঘরে
যেতে আর সাধ নেই পথিবীর ঘরের ভেতরে।
একে-একে নক্ষত্রেরা দেখা দেয়— লিচু গাছে পেঁচা নেমে আসে;
গোরুর গাড়ির ঘুন্টি সাড়া দিয়ে চ’লে যায় সন্ধ্যার বাতাসে;
আস্তে যাচ্ছে গাড়ি আকাশ প্রান্তর ভেঙে মৃদু বাতি নিয়ে—
চুপে-চুপে কুয়াশায় যাচ্ছে মিলিয়ে;
সোনালি খড়ের বোঝা বুকে তার— মুখে তার শান্ত অন্ধকার;
ভালো, তবু আরও কিছু চাই আজ পৃথিবীর দুঃসহ ভার
বইবার প্রয়োজনে; তবুও মানবজাতি রক্তস্রোতে বারবার শক্তিশালী নদী
না হয়ে এ-স্নিগ্ধ রাত্রি— শান্তিপথ হয়ে যেত যদি।

জয়শ্রী । শারদীয় ১৩৬১

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা