কথা ব’লে এই কাজ

কথা ব’লে এই কাজ কোনও দিন সাঙ্গ হবে না ক’
কথা ব’লে তৃপ্তি নাই। অতএব অন্ধকার ঘাসে ও কাঁকরে
আমাদের জীবনকে অনুভব ক’রে নিই
চলেছি রাত্রির ঘাটে পাড়ি দিয়ে নিঃশব্দতার মুখে
যদিও মানবকুল অভিশপ্ত— তবুও মানুষ
নিজের কুলের থেকে বার-বার দূষিত রক্তের
মোক্ষণে নির্মল জন্ম নেবে এক-দিন
এক-দিন সমুদ্রের বিপর্যয় থেকে নেমে বৈবস্বত মনু
কিংবা বরাহ’র খড়ে পৃথিবীকে তুলে নিয়ে কেউ
উন্নত জন্তুর মতো ক্রমোন্নত কাজের ব্যাপারে
মানুষকে আশা দিতে চেয়েছিল। ভবিষ্যতে গভীর আমোদ।
সময়ের ঘড়ির কবলে আজ ধরা প’ড়ে বিকেলবেলায়
অদ্ভুত ঘণ্টার শব্দে সেই দিন উপনীত— তবে— অবশেষে
এখন এসেছি বিকেলে— তবুও তো অনুভব করি
এখুনি যেতেছি চ’লে— আলোড়নে— ভালোবেসে— রিরংসার ব্যথা
দান ক’রে— সর্বদাই গণিতের আলোকের মতো কিছু স্থির
হয়তো কোথাও আছে— আমাদের তরে
যদিও কোথাও নেই— এ-রকম অকৃত্রিম অনুধাবনায়
আমরা মৃত্যুর দিকে মুখ রেখে টের পাই কুক্ষির ভিতরে
নিষিক্ত হতেছে প্রাণ— ইনটারেগনামের মতো আমি
আমি তুমি বিকেলে গেলে— ক্রমে আরও সংক্রামক স্থির
জীবনীর প্রতিশ্রুতি এক-দিন রয়ে গেছে ব’লে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা