অবসর পেলে

অবসর পেলে তার আত্মা যেন রাধিকা’র মতো হয়ে
শ্রীকৃষ্ণ’র সাথে শুধু রমণ করিতে চায়
ভালো ক’রে অবসর তবু আর কোথা পাওয়া যায়
কাগজের ফাইলগুলো যেন সব গিনিপিগ—
এক-রাশ দমকা হাওয়ায় ঘুরে চেয়েছে উড়িতে
প্রশান্ত সিন্ধুর ‘পরে— দ্বিপ্রহরে— সারসের মতো চিদম্বরে

মূল প্রতিজ্ঞার মতো এই অনুভাব লেগে আছে আমার এ-বিহঙ্গনখরে
টিফিনের অবসরে চায়ের পেয়ালা আর চার্ট নিয়ে হিপ্পোর মতো তুমি তবু
হু-হু হেসে— হুড়-হুড় ক’রে গান গা’বে
সব-শেষ সপ্ত সিন্ধু ঘুরে এসে— অবশেষে মাসিক চল্লিশ টাকা ভূমিকার

‘রোখ্কে’ ব’লে বিহঙ্গেরা থৈ পেয়ে হাসি-মুখে নীড় গড়ে
কাঁচা-পাকা গোঁফ থেকে শেষ দুধ চেটে নিয়ে গিনিপিগ
ঢুকে পড়ে যে যাহার খোপের ভিতরে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা