কোনও এক প্রাসাদের

কোনও এক প্রাসাদের দেয়ালের কাছে এসে মনে হয়: এইখানে
এই অন্ধকার আর নিস্তব্ধতা সেতুর পাড়ের কথা জানে
নাশপাতি-ঘ্রাণ হয়ে এইখানে বেঁচে আছে নিবিষ্ট অতীত
দেহ দীর্ণ কাঠি এক— আত্মা যেন সিংহীর মুখ দেখে ভীত
কৃশ কুকুরের মতো— তবু— নিবিড় সঙ্গমলিপ্সা দু’ জনকে টানে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা