ভারতীয় খেলার সাপুড়ে / মৃত, বর্তমানে উপেক্ষিত কবিদের উপরে অনেক সমালোচনা প’ড়ে
শিল্পের উন্মার্গ নিয়ে বেঁচে ছিল যারা পৃথিবীতে
তাহাদের যুগ যদি এক মাঘে জন্ম নিয়ে অন্য এক শীতে
হয়ে যেত পৃথিবীর ভূস্তরে বিলীন
তা হলে হৃদয়ে আর অহঙ্কার পোষাত না ভাষ্যকারদের
মৃত্তিকার সাত হাত নিচে থেকে কবিও পেত না তবে টের
যেই সব ব্যূঢ় চিন্তা এক দিন করেছে সে মানুষের মতো দেহ ধ’রে
বিষুবরেখার সাথে ঘুরে
ইহারা বিষাক্ত সাপ যেন আজ; আর সবই ভারতীয় খেলার সাপুড়ে।
(মৃত, বর্তমানে উপেক্ষিত কবিদের উপরে অনেক সমালোচনা প’ড়ে)
Comments
Post a Comment