জলের ভিতরে মেঘ
জলের ভিতরে মেঘ দেখা গিয়েছিল
আকাশে অনেক মেঘ— তবু—
নদীটির প্রবীণ উদ্বেগ
তিনটি হাঁসের তরে— তবু
যদিও হাঁসের কোনও মৃত্যু নেই
সারা-দিন জলে-জলে ক’রে গিয়েছিল প্রাণপণ
তবুও বিকেল শেষ হয়ে গেলে— শতাব্দীর শেষে
তিনটি একাকী হাঁস নিভে গেল একটি মোমের মতো এসে।
Comments
Post a Comment