মাঠ বিল জল

মাঠ বিল জল আর জঙ্গলের মাঝে
এ-এক পুরোনো কুঠি
এ-এক পুরোনো কুঠি, ভাই
এইখানে একা আমি— দিনরাত কাটিতেছে জীবনের ছুটি
এইখানে; এই আমি চাই
চামচিকা— অন্ধকার— বেনোজল— ভূত ছাড়া আর কিছু নাই

এখানে হাওয়ার রাত ভালোবাসি— বাতাসের ঠক-ঠক-ঠক
জানালার দরজায়, ভাই
কেউ যেন আসে— আসে— জানালায় ঠুক-ঠুক ঠক-ঠক তাই

এখানে চাঁদের রাত ভালোবাসি— পুরোনো কুঠির ছায়া মাঠে
মাঠে-মাঠে খড়ে ঘাসে, ভাই
আরও কার ছায়া যেন গাছের শাখার মতো ন’ড়ে উঠে হাঁটে
মুরগিরা ভয় পায় তাই
বনের মোরগ ঘুঘু লালশিরা ভয় পায় তারা— বোঝে নাই

এখানে শীতের রাত ভালোবাসি— মোম জ্বেলে বই নিয়ে হাতে
অথবা শিকারে নেমে, ভাই
একটা কী দু’টো হাঁস যখন গিয়েছে মরে গুলির আঘাতে
চেয়ে দেখি গুলি লাগে নাই
হাঁসগুলো উড়ে গেছে, তা-ই ভালো— ঘরে ফিরে চ’লে আসি তাই

এখানে গভীর রাত ভালোবাসি— জানালার কাছে বিছানায়
এখানে গভীর রাত, ভাই
রোদের তাঁবুর দিকে বিছানায় তখন নীরবে চ’লে যায়
চাঁদের সোনালি ডিম তাই
হিজল বনের পিছে ডুবিতেছে— সোনার ডিম কি আর নাই!

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা