মৃতার মুখের দিকে

মৃতার মুখের দিকে বার-বার চেয়ে দেখি,— জানি তবু, আহা,
যত দিন মাস যাবে— এ-মুখের প্রতি নম্র রেখার আস্বাদ
নদীর জলের বুকে ফেলে যাবে ফোঁপরা মঠের মতো ছায়া
ছায়াও র’বে না আর; র’বে না ক’ বুকে ছায়া ধরিবার সাধ
জানি আমি; জানে শূন্য প্রান্তরের শিয়রের চাঁদ—

কখনও বাতাস ডালে মর্মরিবে— অন্ধকারে অশথের ডালে
হয়তো মৃতার সুর মনে হবে; সে এসেছে? আসে নাই বাতাস কেবল
যখন শিমুলফুল ফুটে র’বে অঘ্রানের নরম বিকালে
বরণ করিবে নববধূটিরে পাড়াগাঁর মেয়েদের দল
কে শুনিবে নলবনে মাথা খুঁড়ে ডাহুকী করিছে কোলাহল!

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা