ভোরের আলোয়
ভোরের আলোয় সেই মনীষীকে দেখা গেল
অথবা ভোরের আলো— অথবা তা রাত্রির রঙের মতন
সর্বদাই তার চোখ— নিবিড় কথার গুণপনা
অধিকার ক’রে রাখে ভোটারের মন
টেবিলের ‘পরে তার এক ভিড় সাদা
সাদা-সাদা ববিনের মতন কাগজ
পৃথিবীতে যা হয়েছে— এক দিন— অথবা যা হবে
অথবা এখন যাহা হয়ে যায়— সকলের খোঁজ
সে-সব লিপির বুকে রয়ে গেছে
সে-সব লিপির বুকে নেই
অথবা তা পতত্রীর মতো সেই মনীষীর হাতে
হয়তো-বা মাছি তাড়াতেই।
Comments
Post a Comment