১৩২৫-৪৪

সকলেরই তরে অগ্নি রয়ে গেছে— সূর্যের রশ্মির মতো অন্ধকার জীবাণুর কাছে।
কেবলই দেদীপ্যমান অধীর বিম্বের মতো প্রাণ
আপনাকে চিনে নেয়—
এই পৃথিবীর পথে বিকেলের প্রভাতের বিষম আলোয়
বিকেলের;— অথবা মুকুর থেকে— অথবা নদীর জল হতে যেন
সহসা বিমুক্তি পেয়ে— করতালি দিয়ে— হেসে—
কবেকার ভূতের মতন— নির্জন আগুন
আমাদের আলিসায় খেলা করে— বিবর্ণ দেয়ালে, মুখে।
১৩২৫ সাল থেকে উঠে দীর্ঘ বল্লমের মতো আলো
তেমনই মাঠের বুকে লেগে আছে আজ এই শব্দহীন
স্তিমিত বিকেলে; তবু আমি বীজাণুর মতো আজ
বধির দেয়াল আমি;— সোনালি অগ্নিও আত্মাহীন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা