এখন তোমার হাতে

এখন তোমার হাতে কাজ তুলে দিয়ে
আমার দেহের রূপ যদি
মৃত্যুর বিছানা পায়— অব্যাহত—
তবে ভালো;— যেখানে রয়েছে রক্ত কর্দম দধি
সেখানে রয়েছে প’ড়ে ঢের মৃগযূথ
গাভীমুণ্ড— কবেকার প্রাথমিক দৃঢ়তা হারিয়ে
সেইখানে তুমি যেন শনৈশ্চর— বিষাক্ত— গ্রহের
যাত্রীদের চোখের নিকটে
মুকুরের মতন ক্কচিৎ
তারা সব সারা-রাত জেগে র’বে বটে
মানুষ বোঝে না তুমি গভীর আধাআধি দগ্ধ কলাবিৎ
আমার উড্ডীন আত্মা পাবে সব টের।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা