এখন এমন দিন এসেছে
এখন এমন দিন এসেছে এ-সময়ের স্রোতে
শান্তিকামী মানুষের হৃদয়ের গুণ
অভিশপ্ত হয়ে ফেরে সকলের কাছে— তার নিজের বিচার
(যদি-বা বিচার থাকে) দগ্ধ ক’রে নেয় আপনাকে
অন্যায় প্রশান্তি দেখে হৃদয়ের— আমাদের কেউ
কী ক’রে তাহাকে আর আশীর্বাদ করি
মাথার উপরে সূর্য নিয়ে দীপ্ত নিত্য জন্তুর মতন
সকলে চলেছি বটে— সে কেবল শরীরের ছায়া
রক্তিম কঙ্করে দেখে অবলুব্ধ হয়ে
ছায়াকে এড়াতে চায়— লজ্জাবতী লেমুরের মতো
ছায়াকে ডিঙিয়ে গিয়ে শান্তির প্রেমিক
তবুও শান্তির কোনও দোষ—
দেখেছে শান্তির কোনও দোষ নেই, প্রতিটি ঘাসের
সমীচীন শিষ এসে ব’লে যায় সৃষ্টির আচার
অবশেষে মানুষের অবহিত মেধাবী মনের
নিকটে বিনীত হয়ে— অনুভব করি আমি, জানি
কেন এই বিজ্ঞাপন— তবু— তার সকল অক্ষর
এখনও মায়িক ঘাস: আমাদের অজ্ঞতার কাছে।
Comments
Post a Comment