কাদাখোঁচাদের শব্দ

কাদাখোঁচাদের শব্দ— বার-বার বুড়িটির বুকভাঙা দীর্ঘশ্বাস— ইটখসা ছন্নছাড়া বাড়িটার মুখ
শিশুর মনের ভয় অকারণ— মৃত ইঁদুরের রাশ— মাছি— আস্তাকুঁড়
যাহা কিছু অসুন্দর— রুগ্ন— নষ্ট-প রাজিত: আমার হৃদয়ে আনে গভীর অসুখ
তোমার মুখের রূপ রাঙা করবীর মতো যে-স্বপ্ন জাগাতে চায় তারে তারা ক’রে দেয় দূর

সারা-দিন অপেক্ষায় থাকি আমি: কখন সন্ধ্যার নদী আর শান্ত জল
আর ঐ নীরব চিলের ডানা— আর তার সোনালি ফুলের নীল নারকেল-বন
আর বাঁশ-জামের ভিতরে হাওয়া ধূসর নদীর পারে গান গা’বে নরম সচ্ছল
তোমার মুখের রূপ রাঙা করবীর মতো যে-স্বপ্ন জাগাতে চায় হৃদয়ে ফুটিবে তখন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা