কত দিন আগে
কত দিন আগে
নিলে যে বিদায় তুমি— তবু তুমি কাঠ নও ক্লেদ নও— মানুষীর মতো অনুরাগে
এসেছিলে এক দিন; সে-দিনই জেনেছি আমি তোমার হৃদয়
খড় নয় কুটা নয়— ব্যঙ্গ মিথ্যা নয়
অপর নারীরা করে— কোনও দিন করো না ক’ তুমি অভিনয়
তাই ব্যথা লাগে
কেন-যে বিদায় নিলে কত দিন আগে!
শুধু এই জানি
কোনও পুরুষের কাছে আজ রাতে দিতেছ তোমার সবখানি
নরম সোনালি ফুলে ঢেকে-ঢেকে হিজলগাছেরে তুমি জড়ায়েছ
তুমি কলমি’র লতা
এ-জীবন কেবল পূজা কি চায়— একাগ্র প্রেমের বিমূঢ়তা।
আমার এ-গান
কোনও দিন শুনিবে না তুমি এসে, জানি আমি
আজ রাতে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে
তবুও হৃদয়ে গান আসে
আজ রাতে প্রেমিকার মতো নয়— মানবীর মতো
আসিতে পারো না তুমি?— মানুষ যেখানে প’ড়ে রয়েছে বিক্ষত
নিষ্ঠুর শিশুর হাতে নিঃসহায় ফড়িঙের মতো
সেইখানে নম্র ভিজে মানবীর মতো
আজ আর কেন তুমি আসো না বলো তো?
আজ রাত্রে ছেঁড়াফাঁড়া এ-জীবন: ভূত দেখে হয়তো-বা পেয়ে যাবে ভয়
আজ রাত্রে আসে নি সময়?
আসে নি সময়?
Comments
Post a Comment