কে যেন বলিল

কোন পথ রুদ্ধ আমি করিব তোমার
বিভিন্ন মূর্তি আমি দেখিতেছি তাহাদের
স্পেক্টোস্কোপ’এ আলোর মতন
কেউ রাম,— নল, নীল, বীরবাহু, সুষেণ, রাবণ
সকলেই মাতৃকুল নাশ করিবার
তরে যেন উঠায় কুঠার
কোনও দিন বলেছি কি আমি তোমাদের:
‘বাবা’র— অথবা মা’র— বংশ নিঃশেষ করেছি আমি
হরধনু ভেঙেছিলে— জ্যা রোপণ করো দেখি এই ধনুকের?’
ভালো ক’রে চেয়ে দেখ— আমি পরশুরাম
নই; রক্তে শুধু চিনির মোড়ক হুড়-হুড় ক’রে ঢালিতেছি সারা-দিন
নিস্তেজ হতেছে চোখ, জলের গেলাস তৃষিতের তরে ভালো, হে মীন?
হে সিন্ধুর মীন!

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা