মনের উপরে

যাদের বিষম বোঝা রয়ে গেছে মনের উপরে
তারা যদি সূত্র হাতে তুলে নেয় মৃত বিষয়েরও
শিশিরও তবে পেয়ে যাবে টের
পৃথিবীর অকিঞ্চন প্রেমিকের তরে

অনেক গাধা’র কান ন’ড়ে উঠে হবে অবহিত
এক লাখ ব্যাপারি মশার দেশ থেকে।
যে-সব উটের পিঠ ধনুকের মতো গেছে বেঁকে
সূচের বিবর দিয়ে তারা আর হবে না চালিত।

চ’লে এসো দেয়ালের নিঃস্পন্দ বৃত্তের থেকে ন’ড়ে
যারা সব হয়ে গেছ আদি ধাতু অগ্নিক্ষর ছবি
মদের-গেলাস-হাতে এইখানে উদ্ৰিক্ত পহ্লবী
আর সব আধাে-দগ্ধ কালো কৃকলাসদের পুচ্ছ ধ’রে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা