রমণী ও নীলিমার মুখের প্রতিভা
রমণী ও নীলিমার মুখের প্রতিভা-পাশে যদিও সফেন
লিবিডো রয়েছে জেগে— পৃথিবীতে অন্ধ ব্যর্থতায়
যদিও অস্পষ্ট রক্ত যখন সুদূরে চোখ যায়; ব্রহ্মার সময়
যদিও মোহিনী যত— ভাষা তত মহানুভব নয়—
সকলে মিলিত হয়ে মানুষের বিমোহিত হৃদয়কে তবু
আলোড়িত ক’রে তোলে যতই সে বিচলিত হয়ে
মানবের দিকে যায় এক-দৃষ্টে— তবুও তো। অন্য কোনও গতিপথ নয়।
অন্ধকারে প্রতিশ্রুতি সঙ্গে ক’রে সীমারেখা-গোয়েন্দার মতো
অপরিমেয়র মতো— সম্পূর্ণ দীপ্তির মতো নয়।
Comments
Post a Comment