সাগরে নিজের তীক্ষ্ণ মহিমায়

সাগরে নিজের তীক্ষ্ণ মহিমায় ছুটিতেছে হাঙর, মকর
আমরাও পথ হেঁটে চলিতেছি— কোনও এক অভিজ্ঞান লক্ষ ক’রে
সেই সব আদি অ্যামিবা’র থেকে আজ এই মানবজীবন
সেই সব আদি ইতিহাস থেকে আজ এই ইংলন্ড, ভারত, চীন
কোথাও টেবিলে রৌদ্রে কেউ গ্লোব ঘুরায়ে-ঘুরায়ে দেখে
মক্ষিকারা গুঞ্জরণ ক’রে ওড়ে কর্নিশের অন্ধ ছিদ্র ঘিরে
নক্ষত্রেরা ঘুরে যায় আজও অন্তরীক্ষরাশিকে
সৃষ্টির প্রথম রাত্রি মনে ক’রে— কিংবা তার অন্তিম প্রভাত
আজ এই ফাল্গুনের নগরীকে আমরা সকলে যদি বুঝে দেখি
ঐ তার উত্তরাধিকারী সব শেষ মনীষীকে
ঐ তার বসন্তের অবকাশ কী ক’রে আঘাত করে সময়ের তুলাদণ্ডে গিয়ে
তা হলে প্রতীক আজও কলরব—
তা হলে মুকুরে আজও প্রতিচ্ছবি: নষ্ট শস্য, মৃত্যু, কলরব, হাসি
বীজ বুনিবার ক্ষোভ, অলঙ্ঘ্য শীৎকার
নখের দর্পণে আজও: গতি, জ্ঞান, কলরব, শুক্রাচার্য, কালনেমি, শনি
বাতাসে প্রতীক আজও: কলরব— আয়োজন
সেই সব আদি অ্যামিবা’র থেকে আজ এই মানবজীবন
মানুষের আদি ইতিহাস থেকে আজ এই স্রস্ত ইতিহাস:—
আয়োজন,— সিদ্ধি নয়;— কলরব— শান্তি নয়;— চীনাংশুক—
নয় চীন প্রান্তরের অবহিত অর্থপ্রকাশ।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা