সবুজ পাড়াগাঁ

সবুজ পাড়াগাঁ আমি এক দিন দেখিয়াছি শান্ত রাতে— এখন শহর
শহরের পথ দিয়ে হাঁটি আমি— আমিও চিনেছি এই শহরের রাত
শঙ্খচিল ধীরে-ধীরে ডানা নেড়ে নদী বালি ঝাউ সাঁইবাবলার পর

সারা-রাত কী-যে খোঁজে— রাতের সে পাখি নয়— অন্ধকার তবুও আঘাত
দিয়ে যায়; বেদনার? বিস্ময়ের? জানি না ক’— নিয়ে যায় দূর-দূর পথে
অনেক হেঁটেছি আমি ক্লান্ত হয়ে— ক্লান্ত হয়ে— তাই কোনও মমতার হাত

আমাকে ফিরাত যদি— নিয়ে যেত যদি তার শুধু ঘুম— ঘুমের জগতে
শহরের পথ দিয়ে হাঁটি আমি— পথ থেকে আরও দূর— আরও দূর পথে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা