আজ রাতে

আজ রাতে মাংসশূল্য কর
তাওয়ায় চড়ায়ে দাও রুটি
গেলাসে ভরিয়া আনো জল
নদীর জরায়ু থেকে মেশন্দিলন
কালসার পর্বতের হিংস্র রাজকন্যাদের সাথে আমি
খেলিব না ঘুঁটি
খাব না ক’ আর একবার এই পৃথিবীর ফল।

বহুদিন অগ্নি ছিল সাথে
সলিতায় আলোক ধরাতে
দীর্ঘ এক বর্ষীয়সী নারীর মতন
করিয়াছে হস্ত প্রসারণ
সেই হাত ইহুদির— সৌরসেনী— কৌরবীয়
হয়তো-বা গৈবী এক গাঢ় গণিকার
কোনওদিন পাব না ক’ আর— পাব না ক’ আর।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা