বুনোহাঁস

পৃথিবীর সব-চেয়ে বিস্ময়ের পাশে চুপে থামি
আমি বুনোহাঁসদের দেখিয়াছি— আমি।
সোনার মেঘের পরে একরাশ মশার মতন
তারপর কোথায় নিবিড় বন
তাহাদের নিয়ে গেছে
মাঠ বিল শরের ভিতর
দূর থেকে তাহাদের স্বর
শুনিয়াছি

কখন গভীর রাতে বেগুনি বনের পার
আলো হয়ে উঠেছে আবার
পাখ নয় পাখা বেঁধে গলার উপরে গলা রেখে
কোনও এক দূর চাঁদে এই চাঁদ থেকে
চ’লে যায়।
ব্যথা পেয়ে শব্দ ক’রে ওঠে
শত বোন পিছে প’ড়ে থাকে তবু
কোন এক চাঁদের দিকে ছোটে
কাঁটার মতন শর তারপর বুকে এসে ফোঁটে
বিলের মতন জল ঘাস
এই সব স্তব্ধ বুনোহাঁস
এরা না-কি নয় বুনোহাঁস
ক্যাম্পে অন্ধকার থেকে চুপে থেমে নামি
বুনোহাঁস দেখিয়াছি আমি।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা