আকাশে নক্ষত্র

আকাশে নক্ষত্র আর
সমুদ্রের পর
যার হাতে এত দীপ্তি
এমন সুন্দর
সে তবু অক্লান্ত— অস্থির— তাই
রূপ জয় শান্তি পুড়ে ক’রে ফেলে ছাই—

সে তবু অক্লান্ত— তার
নাই অবকাশ
আকাশ করেছে নীল
সবুজ করেছে সব ঘাস
এনেছে অনেক রস— সাধ— কল্যাণ
তবুও অক্লান্ত তার প্রাণ

এই ভয়
ক্লান্ত নয়— অস্থির!
অধীর শিশুর মতো
ভালো লাগে যারা
তা-ই করে— তা-ই
কিম্বা সেই শিশুও আর নাই
কিছু নাই— নাই
জানি না কখন স্বপ্ন
ধুলো হবে— প্রেম
হয়ে যাবে ছাই।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা