মৃত্যু— স্পষ্টতা

মৃত্যু— স্পষ্টতা— আর যদুবংশ-ধ্বংসের পূর্ণ কোলাহল
এখন আঁধারে ভাসে— এখন স্মরণ করো যদি সেই যৌবনের নদী
যদি সেই গাণ্ডিবে ছিল কত বল
তা হলে সময় তার ক্রিয়াবান সিংহ মেষ বৃশ্চিকের থেকে
তোমার মুখের ‘পরে ছুঁড়িবে কর্দম আর দধি
বরং তাকায়ে দেখ খাটিয়ার ‘পরে শুয়ে কাহারা কাপড়ে মুখ ঢেকে
চ’লে যায়;— দেশে আর আমলকী নাই ব’লে শূন্যগর্ভ হাতে।
যদিও সমুদ্রপারে আছে কোটি ব্রহ্মাণ্ডের বালিগুলো প’ড়ে
তবু তা প্রতীক নয়। মেজাজি নারীর মতো জাতে
সূর্যের অগ্নি খেয়ে। তাই তারা বেলা প’ড়ে চ’লে গেলে শীত
জলের গেলাসে ফ’লে দ্রুপদ-সভার সেই অটুট মাছের মুখ উঠিতেছে ন’ড়ে
সেই সব মূঢ় স্বপ্ন থেকে তবু প্রবীণ হারায় হিতাহিত।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা