আমারে, বিধাতা, তুমি কোল দাও
আমারে, বিধাতা, তুমি কোল দাও নক্ষত্রের মতো ঐ নীলাভ আকাশে
শীতল আকাশে ঐ— ঐ দূর শান্ত নীল নিস্তব্ধ গগনে
তার পর সেইখানে নক্ষত্রের মতো ফুটে একা-একা এক দিন পৃথিবীর ঘাসে
যে কঙ্কাবতীরে আমি দেখিয়াছি তার কথা ভাবিব অনন্তকাল আপনার মনে
পৃথিবীতে বাধা বড়, শব্দ কী-যে— রুক্ষতায় ভ’রে আছে আলো-অন্ধকার
পাপিয়ার হাড়ভাঙা ডাকাডাকি, রাস্তায় গাড়ির শব্দ, শিশুর ক্রন্দন
হৃদয়ে নিবিড় শান্তি উপজিলে যেই রূপ— স্বপ্ন— জমে সেই শান্তি নষ্ট করে এরা বার-বার
রাস্তার চাকার শব্দ— কোকিলের হাড়ভাঙা ডাকাডাকি ছিঁড়ে-ফেঁড়ে ফেলিতেছে মন
আমারে, বিধাতা, তুমি কোল দাও নক্ষত্রের মতো ঐ নীলাভ আকাশে
শীতল আকাশে ঐ— ঐ দূর শান্ত নীল নিস্তব্ধ গগনে
তার পর সেইখানে নক্ষত্রের মতো ফুটে একা-একা এক দিন পৃথিবীর ঘাসে
যে-শঙ্খমালারে আমি দেখিয়াছি তার কথা ভাবিব অনন্তকাল আপনার মনে।
Comments
Post a Comment